• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

শনিবার থেকে চলবে লালমনি এক্সপ্রেস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

লালমনিরহাট স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে ছেড়ে যায়নি।

তবে শনিবার থেকে যথারীতি ট্রেনটি চলবে বলে জানিয়েছেন স্টেশনের সহকারী মাস্টার জামিল হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় স্টেশন থেকে ৪টি ট্রেন ছেড়ে গেছে। আর ২টি ট্রেন স্টেশনে প্রবেশ করেছে।

ট্রেনের যাত্রী হান্নান বলেন, সকাল থেকে কয়েকটি ট্রেন ছেড়ে গেলেও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নূরন্নবী ইসলাম জাগো নিউজকে বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনের যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে এটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়নি। আগামী শনিবার থেকে যথা সময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, সহিংস ঘটনা এড়াতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ৪ আগস্ট থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে রেল মন্ত্রণালয়। তখন থেকেই রেলের অন্যান্য বিভাগের মতো লালমনিরহাট রেলওয়ে বিভাগ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –