• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৬ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

যার প্রেমের ফাঁদে পড়ে অনেক মেয়ে সর্বস্বান্ত, অবশেষে গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২৪  

দিনাজপুরে ধর্ষণ মামলার আসামি রাহমাতুর রাফসান অর্ণবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা আদালতের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিনাজপুর সদর থানায় দায়ের করা এক তরুণীর ধর্ষণের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, গ্রেফতারের পর রাফসানকে দিনাজপুর সদর থানা থেকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাফসানের প্রেমের ফাঁদে পড়ে অনেক মেয়ে সর্বস্বান্ত হয়েছেন। এ তালিকায় উঠে আসা ভুক্তভোগীর সংখ্যা প্রায় অর্ধশত। দামি ব্র্যান্ডের গাড়িতে ডিএমপির লোগো ব্যবহার করে চলাচল করতেন তিনি। যার টার্গেটের শিকার ধনাঢ্য পরিবারের মেয়েরা। শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াও নানা কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –