• শুক্রবার ২৮ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৪ ১৪৩১

  • || ২০ জ্বিলহজ্জ ১৪৪৫

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  

সাত দিন ঈদের ছুটির পর দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বন্দরের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।

কুদরত ই খুদা মিলন জানান, গত ১৫ জুন শনিবার থেকে ২১ জুন পর্যন্ত ঈদুল আজহা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। 

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) অমৃত অধিকারী জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধের পর আমদানি-রফতানি চালু থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –