• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

ভিক্ষা করে বিদ্যুৎ পেলেন রাজারহাটের ভিক্ষুক লিলিবালা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

৪ ডিসেম্বর বিকালে কুড়িগ্রামের রাজারহাটে নিজ অর্থায়নে এক ভিক্ষুকের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দিলেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার।

জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের জয়দেব হায়াত গ্রামের সুকারু রায়ের স্ত্রী লিলিবালা(৩০) ভিক্ষাবৃত্তি করে এক মেয়েকে নিয়ে জীবনযাপন করে। অস্বচ্ছল পরিবার হওয়ায় সুকারুও ঢাকায় ভিক্ষা করে। ভিক্ষা করতে গিয়ে সে এক পর্যায়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার(জিএম) এর রুমে গিয়ে বলেন, ‘স্যার মোর বাড়ীত বিদ্যুৎ নাই, মোর ছাওয়াটা আন্ধারত (অন্ধকার) লেখা-পড়া করবার পায় না। মোর বাড়িত বিদ্যুৎ দেন।’

লিলিবালার আকুতি পূর্ণ কথায় মুগ্ধ হয়ে জিএম স্বদেশ কুমার ঘোষ তার বাড়ী পরিদর্শন পূর্বক উপস্থিত থেকে নিজ অর্থায়নে গত ৪ডিসেম্বর মঙ্গলবার বিকালে বিদ্যুৎ সংযোগ করে দেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা ভিড় করে। এসময় তার সাথে ছিলেন এজিএম এ্যাডমিন তাহমিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, ডিজিএম রথীন্দ্রনাথ বর্ম্মণ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপস্থিত সাংবাদিকদের কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুতের জিএম স্বদেশ কুমার ঘোষ বলেন, ভিক্ষুক লিলিবালার মাসিক বিদ্যুৎ বিল আমি যতদিন থাকবো নিজে পরিশোধ করবো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –