• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সৈয়দপুরে জনসচেতনায় ফায়ার সার্ভিসের মহড়া

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

সিসি নিউজ।। ঘন বসতি এলাকায় সৃষ্ট অগ্নিকান্ড থেকে নিজের জানমাল রক্ষার বিভিন্ন কৌশল ও জনসচেতনা করতে নীলফামারীর সৈয়দপুরে মহড়া করেছে ফায়ার সার্ভিস। ১লা ডিসেম্বর, ২০১৮ শনিবার দুপুরে শহরের হাতিখানা ক্যাম্পে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস নীলফামারীর উপ-পরিচালক কোবাদ আলী সরকার, সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সহ ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় জনগন অংশ নেয়।

মহড়ায় ঘন বসতি এলাকায় আগুন থেকে নিজেকে ও নিজের সম্পদ এবং আহতদের দ্রুত চিকিৎসা নেয়ার কৌশল ছাড়াও বাড়ি-ঘরে জ্বালানি তেলের মতো দাহ্য পদার্থ রাখার বিষয়ে সচেতন করা হয়েছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –