• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

আজ ফুলছড়ি মুক্ত দিবস

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

গাইবান্ধার ফুলছড়ি মুক্ত দিবস ৪ ডিসেম্বর মঙ্গলবার। ১৯৭১ সালের এ দিন ফুলছড়ি থানা সদর পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন পাঁচ মুক্তিযোদ্ধা।

৩ ডিসেম্বর গভীর রাতে মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার সামছুল আলম, কমান্ডার নাজিম উদ্দিন, আব্দুল জলিল তোতা, এনামুল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চারটি দলে বিভক্ত হয়ে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ফুলছড়ির বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরদিন ভোরে সামছুল আলমের দলটি প্রথমে ফুলছড়ি থানার হানাদার ক্যাম্পে গ্রেনেড হামলা ও গুলি চালায়। একই সময় বাকি ৩টি দল পাক সেনা শিবির ঘেরাও করে।

কয়েক মিনিটেই শত্রু শিবিরের পাক সেনারা আত্মসমর্পন করে। মুক্তিযোদ্ধারা থানার অস্ত্রাগার নিজেদের নিয়ন্ত্রণে নেয়। যুদ্ধে পাঁচ মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন আফজাল হোসেন, কবেজ আলী, যাহেদুর রহমান বাদল, ওসমান গণি, আব্দুল সোবহান। তাদের মরদেহ সাঘাটা থানার সগুনা ইউপির খামার ধনারুহা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়।

স্বাধীনতার পর পাঁচ শহীদের সম্মানে সগুনা ইউপির নাম পরিবর্তন করে মুক্তিনগর ইউপি রাখা হয়। এ উপলক্ষে মঙ্গলবার ধনারুহা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা, দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –