• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

নীলফামারীতে দুই তারকার ভোটযুদ্ধ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

স্ব-স্ব ক্ষেত্রে দু’জনেই তারকা। প্রত্যাশা আর প্রাপ্তির ঝুড়িতে জমেছে অনেক কিছু। একজন হুমায়ুন আহমেদের সারা জাগানো অয়োময় নাটকে “বাকের ভাই” চরিত্রের কারণে। অন্যজন কোকিল কন্ঠের সুবাদে। দু’জন দুই মেরুর হলেও রাজনীতি তাদের এক কাতারে দাঁড় করিয়েছে। যদিও বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর নাটকের মঞ্চের ন্যায় রাজনীতির মঞ্চেও সফল। সে ক্ষেত্রে ব্লাক ডায়মন খ্যাত বেবী নাজনীনের যাত্রা সবে শুরু।

১৯৯৮ সালের গোড়ার দিকে নীলফামারীর রাজনীতিতে যুক্ত হন কলেজ জীবনে ছাত্র ইউনিয়নের তুখোর বক্তা আসাদুজ্জামান নূর। দেশ সেরা আবৃত্তিকার ও নাট্যভিনেতা, মঞ্চ মাতানো আসাদুজ্জামান নূরের সেই থেকে পথচলা। ২০০১ থেকে টানা নীলফামারী-২ (সদর) আসনের এমপি তিনি। সকলের কাছে সমান জনপ্রীয় ব্যক্তিটি আওয়ামী লীগের রাজনৈতিক গন্ডি পেরিয়ে সদালাপি হাসোজ্জ্বল সাদামাঠা ব্যক্তি ইমেজ তাকে পাকাপোক্ত করেছে নীলফামারী জেলার রাজনীতিতে।

এবার তার ঐ ইমেজে ভাগ বসাতে আটঘাট বেধে মাঠে নেমেছেন দেশের নামকরা সঙ্গীত শিল্পী “এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ীর আঁচল” দু’চোখে ঘুম আসেনা, তোমাকে দেখার পর” “কাল সারা রাত ছিল স্বরপ্নরও রাত” এমন সব জনপ্রিয় গানের শিল্পী ব্লাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –