• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বইয়ের মোড়ক উম্মোচন পঞ্চগড়ে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

 পঞ্চগড়ে ‘জোসনার ক্যানভাসে জল নূপুরকথা’ নামে একটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের তরুণ লেখক সুমন রহমানের লেখা কাব্য গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন আদিবাসী গবেষক ও কবি স্বপন রেজা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান। পঞ্চগড় সাহিত্য সংসদের সভাপতি আরিফুল ইসলাম পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাসনুর রশিদ বাবু, বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও গীতিকার স্বদেশ কবি আবু বক্কর সিদ্দিক, সাহিত্য সংগঠক ও গীতিকার কবি রুখসানা সুখী, বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দীন আহম্মেদ, জেলা নাট্য সমিতির সভাপতি মিজানুর রহমান বাবলু, কবি ও আবৃতিকার নাদিরা খানম ও জাতীয় কবিতা পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা। এ সময় স্থানীয় কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

উল্লেখ্য, কবি সুমন রহমান ১৯৮৮ সালে ১৭ জুলাই পঞ্চগড় জেলার এক সম্ভ্রান্ত মুসলিম সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বাবু ছিলেন পঞ্চগড়ের অন্যতম সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পি। মুক্তিযুদ্ধের সময় তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্ধুদ্ধ করতেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –